পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচঞ্জের গ্রন্থাবলী । こ এক বিদ্যালয়ে পড়েছি দু’জনে, একই প্রাঙ্গণে করেছি খেলা, সম সুখদুঃখে ভাসিয়াছি মনে, সরল হৃদয়ে শৈশব বেলা । যেই প্রেমে ধরি’ গলায় গলায় . যাইতাম সুখে অধ্যয়ন তরে ; যেই প্রেমে ধরি’ গলায় গলায়, অধ্যয়ন করি’ আসিতাম ঘরে । 'දා সেই প্রেম—কত বৎসরের পরে উছলিছে আজি, হৃদয়ে আমার, নিদাঘে বিশুষ্ক পৰ্ব্বত-নিঝরে, যেন হল’ আজি বরিষা সঞ্চার । সেই স্রোতে এই কয়েক বৎসর গিয়াছে ভাসিয়া ; আজি মনে লয়, জুড়া’তে কৈশোর-বিদগ্ধ অস্তর, ফিরে এল সেই শৈশব সময় । 8 - সংসার-সাগর-চিস্তার তরঙ্গ— দারিদ্র্য-দহন—দাসত্ব-দংশন— যেন অকস্মাৎ হল’ স্বপ্ন ভঙ্গ, বোধ হইতেছে, সকলি স্বপন । আইস আবার গলায় গলায়, কহি—শুনি—সুখদুঃখ-সমাচার, বিদেশে, বিভূমে, ঈশ্বর-কৃপায় আছিলে ত ভাল—বল, একবার ?