পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী ।

নিজ্জীব, দুৰ্ব্বল, বাঙ্গালি-হৃদয় নাচিল কি, সখে ! নামিলে যখন ব্রিটনীয়া তীরে ? কবিগণে কয় ইংলগু-পরশে হয় বিমোচন আজন্ম দাসের দাসত্ব বন্ধন ; পাপরাশি যথা জাহ্নবী-পরশে । কিন্তু ভারতের লতার বেষ্টন চিরলৌহময় তুরদুষ্ট বশে ! o ইতিহাস কহে অভাগী ভারত রিটনীয়া-শিরে মুকুট-রতন ; কিন্তু সেই রত্ন কোথায়, কি মত, ব্রিটনীয়াবাসী ভাবে কি কখন ? ভাবে কি কখন,—অভাগিনী পড়ি’ হিমাদ্রি-গহবরে, সমুদ্র-ভিতরে, ( বহে শত নদী অশ্রধারা ঝরি’ ! ) মুমূর্ষার মত রহিয়াছে প’ড়ে ?

  • *

ভারত-জীবন যাহাদের করে, জানেন কি তারা ভারত অমর ? পোড়াও আগুনে, ডুবাও সাগরে, মুমু জীবন হবে না অন্তর ! কিন্তু মুছাইয়া নয়নের জল, কর ক্ষীণ দেহে জীবন সঞ্চার, আবার ভারত ছাড়ি হিমাচল, তুলি বে মস্তক—মরি । দুরাশার