পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । :

X q ইংরাজের শ্মশ্র, ইংরাজের কেশ,

ইংরাজি আহার—প্রিয় ব্রাণ্ডিজল, অনিয়াছ, সখে ! ইংরাজের বেশ, কিন্তু ইংরাজের কই বীৰ্য্য বল ? কষ্ট ইংরাজের তীক্ষ তরবার ? কই ইংরাজের দুৰ্জ্জয় কামান ? কই ইংরাজের সাহস অপাের ? সিংহচৰ্ম্মে তুমি মেষ অল্পপ্রাণ ! > グ হ’য়েছ *চিহ্নিত ”—কিন্তু সেই চিহ্ন তব পক্ষে, হায় । কলঙ্ক কেবল, সেই চিহ্নে, সখে ! হইবে না ছিন্ন দীন ভারতের অদৃষ্ট শৃঙ্খল । বিনিময়ে যদি আসিতে লইয়া, অস্ত্রচিহ্ন ক্ষত শরীরে তোমার; আজি বঙ্গদেশ আনন্দে কঁদিয়া, প্রক্ষালিত চিহ্ন করি’ অহঙ্কার ।

  • > হ’বে কি সে দিন,—কে করে গণনা,

যেই দিন দীনা ভারত-তনয় শিথি’ রণনীতি, করি’ বীরপণা, রক্তক্ত শরীরে ফিরিবে আলয় ? সেই দিন যেই জয়-জয়-ধ্বনি তুলিবে ভারত, আনন্দে বিহবল, শুনিয়া সে ধ্বনি, হইবে অমনি হিমাদ্রি চঞ্চল, সমুদ্র আচল ।