পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২০ নবীনচন্দ্রের গ্রন্থাৰলী । এই নাচ, এই গাও ; এই যাও, ফিরে চাও ; . এই অস্তধর্ণন, এই গলায় আবার – পাগলিনি রে আমার ! く চঞ্চল চিত্তের স্রোত ;কিবা সুখ, দুঃখ তায়, স্থির না থাকিতে পায়, ভেসে যায় স্রোত ক্ষুদ্র তৃণের আকার ; এই প্রেম ববিষয়, সেই স্রোত পূর্ণ-কায়, " এই মন নিদাঘেতে বিশুদ্ধ আবার ; পাগলিনি রে আমার ! , '

vo). পিঞ্জরের পার্থী তুমি, বেড়া ও পিঞ্জর মাঝে, চরণে-শৃঙ্খল বাক্ষে । নাহি জ্ঞান, আনন্দেতে গাও অনিবার স্বভাব সঙ্গীতরাশি, . অণধারে শুণমার বষ্ট ১ যে বুলি বলাই তাহা বল অর বার, পাগলিনি রে আমার ! । પ્લકે পাগলিনী- o,- - একমাত্র বাঙ্গালির, দুঃখ-সাগরের তীর, এই মূৰ্ত্তি,—একমাত্র গৃহ-অলঙ্কার , বাঙ্গালির শূন্ত ঘরে, এই মূৰ্ত্তি শোভা ধরে, , অন্য মূৰ্ত্তি কদাচিৎ শোভিবে না অর. পাগলিনি রে আমার !