পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ওই বালিকার শূন্ত-হৃদয় তোমার, . পাগলিনি রে আমার ! ?a জলিয়া অনন্ত দুঃখে, যবে দগ্ধ কলেবরে, ফিরিয়া আসিব ঘরে, দেখিব বিষাদে মাখা সকল সংসার, তখন হাসিয়া সুখে, কোমল প্রসন্নমুখে, ধরিয়া গলায় মম, হাসিও আবার, পাগলিনি রে আমার ! ** * > o কিংবা যদি হাসিমুখ, 4' দেশ, প্রিয়ে ! কোন দিন, বিদ্যুৎ কৌমুদী-লীন অধর টিপিয়া, ( শুনি সুখ-সমাচার ), *পাই নাথ ! যেই সুখ, নিরখি তোমার মুখ,”— বলিও—“তাহার কাছে, কি সুপ আবার ” পাগলিনি রে আমার !

  • > এই বরিষার মত, তব মুখে সদা দেখি, মেঘে চন্দ্রে মাথামাপি, মনে বিদ্যুতেতে মাখা আদর আসার ; তব কাল্লা, তব হাসি, তাই এত ভালবাসি,

তরল চঞ্চল ওই হৃদয় তোমার, পাগলিনি রে আমার । >२ বে চাহে দেখিতে, গ্রিয়ে ! অচঞ্চল সৌদামিনী, অচঞ্চল কাদম্বিনী,