পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ○ কত শোক-দৃশু সময়ে সময়ে হইয়াছে প্রতিবিম্বিত হৃদয়ে, সমর, বিপ্লব, বিদ্রোহ দুৰ্জ্জয়ে, মহামারী-ভয়, দুর্ভিক্ষ দুৰ্ব্বার কিন্তু বল, মাত ! দেখেছ কখন রাজ্ঞী-প্রতিনিধি, ভারতরাজন, আততায়ী করে হইতে পতন, করিয়া ভারত-অদৃষ্ট অণধার । " § 4' হেন শোকাবহ দৃশু কি কখন, বল শৈলস্থতে ! করেছ দর্শন ? তব বামতীর সেজেছে যেমন, মলিন দিনেশ যাহার ছায়ায় ! রাজগৃহ হতে শোকস্রোতধার, আসি চাদপালে, দেখ একবার, কাল রূপে তব ব্যাপিতেছে কায় । & যেই কলিকাতা হেন সন্ধ্যাকালে পূর্ণিত হইত ভীম কোলাহলে, আজি দাড়াইয়া নীরবে সকলে, জীবন-প্রবাহ অবিচল প্রায় । মলিন বদন, কাল পরিধান, fক হিন্দু, যুনানি, কিংবা মুসলমান,