পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ২৩১ কমল-কোরক,—যবে মেহের আসার বিকাশে ত্রিদিব-শোভা, উজ্জল বরণ । >b" না দেখি, না শুনি –কিন্তু দেখিব শুনিব কল্পনার নেত্রে, কর্ণে দিবস যামিনী ; পবিত্র স্বপনে কিংবা শুনিব, দেখিব, চিত্রময়ী কণ্ঠ, চিত্র বিনোদ কামিনী ।

    • so

রাজাকালীনারায়ণ রায় বাহাদুর। 2 রাজন ! রত্নগর্ভ পূৰ্ব্ববঙ্গে তুমি ভাগ্যবান হিন্দুকুলে, পূৰ্ব্ববঙ্গ সমুজ্জল গৌরবে তোমার ; যে কি রীট দয়া করি আপিলা ভারতেশ্বরী তব শিরে, অক্ষয় তা থাক তব ঘরে সমুজ্জল,—পূর্ববঙ্গ আশীৰ্ব্বাদ করে । 을 কালের করলে স্রোতে গিয়াছে ভাসিয়া অভাগীর, । - কত শত কীৰ্ত্তিস্তম্ভ,—গৌরব আধার ; ৩াহে পদ্মা বাম য’রে কে রক্ষিতে পারে তারে ? পূৰ্ব্ব ইতিহাস কথা কহে ধীরে ধীরে ভগ্ন শিল, “বুড়ীগঙ্গা”, “কীৰ্ত্তিনাশা” তীরে ।