পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশলঙ্কনী । প্রেমোন্মাদিনী ।

  • বুঝিয়াছি,— কেন রবি, শশী, তারা নিত্য নীলিমায় পুরবে ফুটিয়া, পুনঃ পশ্চিমে মিশায়,

বুঝি চন্দ্রোদয়ে, কেন জলধি উছলে হেন, * বুঝিয়াছি নীলাকাশে, বেড়িয়া ধরায়, কেন রবি শশী তারা ভাসিয়া বেড়ায় । २ বুঝিয়াছি,— কেমনে পল্লবে তরু, বিকাসে প্রস্থন, বুঝিয়াছি কোন মতে অস্কুরে কুসুম, বুঝিয়াছি কি কৌশলে সময়ে অঙ্কুর ফলে, অনন্ত জলধি-তল, অনন্ত গগন, - বুঝিয়াছি,—বুঝি নাই আপনার মন । ు বুঝি নাই,— যেই প্রেম বিরাজিছে অস্তরে অন্তরে, হৃদয়-শোণিত সহ হৃদয়ে সঞ্চরে, আদি নাই, অস্ত নাই, বিরাম, বিশ্রাম নাই, মানব-হৃদয়-গঙ্গা, স্থধা-প্রবাহিণী শান্ত ভাবে, বিলোড়নে বিশ্ব-বিপ্লাৰিনী । ఫిలిసి