পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 o নবীনচন্দ্রের গ্রন্থাবলী Q বুঝি নাই,— জগতের মেহমন্ত্র সে প্রেম কেমন, কোথায় অস্কুরে কিসে বিকাসে কখন, কিসে নিবে, কিসে জলে, কিসে সুধা, বিষ ফলে, কেন উগ্ৰচণ্ডা ?—বধে পরের জীবন ; কেন দয়াময়ী ?—সাধে আত্ম-বিনশন । ést বুঝিব কি ?— একদা নিশীথে আমি দাড়া’য়ে নির্জনে, চেয়ে আছি অন্ত মনে আকাশের পানে, অমাবস্ত-অন্ধকার, ঝিল্লিরবে বস্থধার করিতেছে নিদ্রাবেশ, পাইয়া নির্জন প্রকৃতি দেখি’ছে খুলি নক্ষত্র-রতন ।

দেখি নাই,— সে নিশীথে আমি সেই রত্ন রাশি পানে, ছিলাম ন শুমাঙ্গিনী নিশীথিনী-ধ্যানে, যেই রত্ন দুরলভ, রত্নাকর পরাভব, ‘বিতে ছিল,ম যাহা চিত্রিত্ত আকার, । ক্ষত্র হতেও তাহ ছল্লভ আমার ।