পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8 R নবীনচন্দ্রের গ্রন্থাবলী সেই চিকুরের গায়, যেই স্বর্ণ-প্রতিমায় দেখিলাম চিত্রাপিত, রহিল না আর অমাবস্য-অন্ধকার নয়নে আমার ।

  • >

- মুক্তকেশী,— প্রসারিয়া দুই ভুজ, উন্মাদিনী প্রায়, আসিছে ছুটিয়া যেন গ্রাসিতে আমায় ; সচঞ্চল শ্বেতাঞ্চল, t করিতেছে দলমল, পশ্চাতে চিকুর সনে,- কামের কেতন ! সজলদ সৌদামিনী আসিছে যেমন । . ఫి శి মুহূৰ্ত্তেক,— মুহূর্তৃেক প্রাণ মম হইল বিহবল, মুহূৰ্ত্তেক শিরাচয় হইল আচল, পুনঃ মুহূৰ্ত্তৈক পরে, শরীরের স্তরে স্তরে, ছুটিল, বহিল উষ্ণ শোণিত জোয়ার, দেখিলাম বিছান্দাম গলায় আমার ! లి সে মুহূৰ্ত্ত,— মানব-জীবনে সে যে কহিমুর-মণি, সে মুহূৰ্ত্ত, জীবনের-পূর্ণিমা-রজনী, সে মুহূৰ্ত্ত, হায় আমি, কোথা ছিছু নাহি জানি,