পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8や নবীনচন্দ্রের গ্রন্থাবলী। অৰ্দ্ধ সোর রাজ্য, বিরহেতে কৃশ নিরাশ-মলিন। এমন সময়ে, ওই সরোবরে বসিয়া নীরবে, করেতে কপে কে ওই রমণী ? যেন নিদাঘের আকাশ হইতে একটি নক্ষত্র সরোবর ঘাটে পড়েছে থসিয়া ; কিংবা, হয়, কোন বিষধর ফণী, রেখেছে খুলিয়া মস্তকের মণি ? এই নিশীথিনী শ্বেত কলেবরে, বর্ষিতেছে যথা বিকচ নলিনী শিশিরের বিন্দু ; তেমতি বামার নয়ন-কমল বর্ষিতেছে অশ্র, সরসী-হৃদয় চম্বি’ছে তরল সেই মুক্তাফল । অবনতমুখে ভাসমান ওই ধাতু-কলসীর পৃষ্ঠের উপর অষত্নে দক্ষিণ কর সুকোমল রক্ষিত ; আনন্দে কলসী সে সুখ পরশে নাচি’ছে ; নাচি’ছে যেমতি বঙ্গ-বিরহিণী-হৃদয় চঞ্চল শারদ উৎসবে পতির মিলনে । হায়, সে আনন্দে চক্রে চক্রে ওষ্ট চঞ্চল হিল্লোল ছড়াইছে স্থথে সরসী-হৃদয়ে ; আনন্দে গলিয়া সুনীল সরসী থেকে থেকে যেন