পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । २१ 鬱 مولاجي তেমতি এ অভাগীর অস্তিম জীবন, অনন্ত জীবনে লয় পাইবে যখন, শত গুণ বাড়িবে কি শোক হুতাশন, পাপে কলুষিত আত্মা করিতে দহন ? কি ফল জীবনবৃন্ত ছিড়িয়া অকালে ? বরঞ্চ শুকাকু শোককণ্টকমৃণালে। 粤、 সীমান্ত শরীরক্লেশ সহ নাহি যায়, আত্মর অশেষ দুঃখ সহিব কেমনে ? ক্লিন্ত ভাবী দুঃখ ভাবি কোন ভরয়ায়, ফিরিব আবার মম দুঃখের ভবনে ? জননীর হাহাকার, প্রিয়ার রোদন, সহিব কেমনে অহা ! যাবত জীবন । ● নাহি কাজ এ জীবনে, পুনঃ এ সংসারে পশিব না, ভ্ৰমিব না অর্থ অন্বেষণে,— ত্যজিয়া অহার নিদ্রা, ভাসি নেত্রাসারে, পথে পথে, দ্বারে দ্বারে, নগরে, প্রাঙ্গণে । বিদায় সংসৗরমুখ, বিদায় মায়ায়, বিদায় প্রণয়ে, শেষে জীবনে বিদায় । (ভূতলে পতন এবং নীরবে অবস্থিতি) (চক্ৰোদয় হইতে দেখিয়া ) ፃ » এস এস শশধর । রজনীরঞ্জন ! বারেক মনের সাধে নিরখি তোমার