পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৮ নবীনচন্দ্রেম গ্র থাবলী । মুদীঘ নিশ্বাস, প্রিয়ে । সারানিশি বহেছে ! * * কি তঃখেতে, প্রিয়তমে ! গত নিশি গিয়েছে , ు কতবার স্বপনেতে মুখশশী হেরেছি ; কতবার স্বপ্ন-ভঙ্গে, সুখ-ভঙ্গে কেঁদেছি ! t এইরূপে কেঁদে, হেসে, দুঃখের সাগরে ভেসে, # প্রেয়সি রে । মনোদুঃখে গতনিশি কেটে’ছি ।

  • 4

হ’বেন। আমার, প্রিয়ে ! যদি মনে জেনে’ছ ; এ অধীনে, তবে কেন, এত দুঃখ দিতেঁছ? ; বল, প্রাণ ! একবার,— হ’বে না আমার আর, ভস্ম হ’ক এ হৃদয়, যাহা দগ্ধ হ’তেছে। কেন দেখিলাম ? à কেন দেখ্রিলাম,— বিস্তৃত সরসীমাঝে, বেষ্টত শৈবালরাজে, রক্ষিত ভুজঙ্গদন্তে কুল্ল কমলিনী, কেন দেখিলাম সেই সর-সোহাগিনী ? কেন দেখিলাম,— ভীষণ নিবিড় বনে, বসিয়া কণ্টকাসনে ;