পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । *やめ শুনিতে শুনিতে প্রিয়া-প্রণয়-লিখন, বুঝেছিল এ সঙ্গীত দুষ্মন্ত তখন । ১৩ এ সঙ্গীত স্বরে, উন্মত্ত হেমলেট, হায়! মৃত প্রেয়সীর গায় বর্ষেছিল পুষ্পচয় “মধুরে মধুর” বুঝেছিল এ সঙ্গীত বিরহ-বিধুর । >8 ভীষণ শ্মশানে, তরঙ্গ আহত-তীরে, ভাসিয়া নয়ন-নীরে, ধুরি’ অভাগিনী-ভাৰ্য্য-কর-স্থকোমল, বুঝেছিল’ হয় । নরকুমার বিহবল ৷ 3tr “টাইবর-জলে হ’ক রোম নিমগন,” বলেছিল যেই ক্ষণ, মৈশরীর প্রেমে মত্ত বীরচূড়ামণি, বুঝেছিল এ সঙ্গীত অভাগী এণ্টনি । والا" সমান্ত সঙ্গীতে । কেড়ে লয় হরিণীর কণ্ঠহার-করে নীর নিরেট পাষাণ যদি ; তবে কি বিস্ময়, যথা প্রেম যন্ত্রী, যন্ত্র মানব-হৃদয় ! > R মুহূৰ্ত্তেক, হায় – মুহূৰ্ত্তেক প্রেমভরে, হৃদয়ে হৃদয় ধ'রে,