পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবস্ব শরঞ্জিনী । ২৬৩ না মালতী, ন মল্লিকা, না চম্পক,শেফালিকা, নন্দনের পারিজাত ভূতলে-বিকাস, কেন বল, বঙ্গবাসী ! করিবে বিশ্বাস ? 는 ফুটেনি এমন ফুল বঙ্গের উদ্যানে ; হেন ফুল বঙ্গবাসী দেখেনি নয়নে বাঙ্গালীর ঘরে ঘরে যেই ফুল শোভা করে,-- শতদল-সরোজিনী সরসী-প্রস্তন, ° সূৰ্য্যমুী স্বর্ণপ্রভা, কিংবা সে নীলিম-বিভ সলজ্জ অপরাজিত—মাধুরী দ্বিগুণ, কিন্তু কি দেসে’ছ হেন বিস্তু ই কুসুম ? J যথায় কোকিলকণ্ঠ চিরনিনাদিত, কাদে হাসে’, অনিবার মধুর পঞ্চমে ; অন্তঃপুর-অন্ধকারে, গায় গুম কারাগারে, ডাকে বুলবুলি নিত্য মধুর নিক্কণে ; প্রণয়ের পাপিয়ায়, হাসে, কঁাদে, নাচে, গায়, cপ্রমে হাসে, প্রেমে র্কাদে,-কে তুমি সেখানে জলদ-প্রতিম স্বনে গজ্জি’ছ সম্বনে ? 3. আজি, হ’তে জানিলাম বঙ্গ-ভবিষ্যৎ, নহেক নিরবচ্ছিন্ন নিরাশা-আধার,