পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৮ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আবির্ভাব, কর বঙ্গে জীবন-সঞ্চার ! করি।” মহাশক্তোৎসব, পূজিব আমরা সব, হৃদয়ের রক্তজবা দিয়া উপহার, ভুবনমোহিনী ওই প্রতিভা তোমার * স্থির সৌদামিনী । - * t লিখিব লিখিব হতে”ছে বাসনা, কি লিখি কি লিপি ভাবিয়া চাঙ্গ, শোভিছে প্রকৃতি ধূষর-বরণ, সরিষার জলে দেখিতে পাই । ৰরিষার জলে দেখিতে পাই, এই শৃঙ্গ হ’তে পূর্ণ স্রোতস্বতী করিয়া যেমন যৌবন-বড়ই, সাগর-সদনে চলেছে যুদ্ধ তী । R যুবতী যৌবন যায় গড়াইয়া, যায় ধায় যায়—থাকে না আর ; উন্মত্ত জলধি আকুচ হইয়া, আলিঙ্গন-মুখ পাইতে প্রিয়ার, اگسسسسسسس • শুনিম্বাছি “ভুবনমোহিনী” জাল । হউক, আজ - ভুবনমোহিনী প্রতিভার অভাব নাই ।