পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্ছিনী । ఇteసె সহস্র তরঙ্গে করি’ছে বিস্তীর সহস্ৰেক কর ; করিতে বৰ্দ্ধন সম্মিলন-মুখ, প্রকৃতি আবার করিতেছে সুধা-র প্লি-বরিষণ । ○ স্বনি’ছে পবন সর সর সর, পরে বরিষার ধারা অবিরল ; এই শুঙ্গ হ’তে কত মনোহর সেই সুমধুর সঙ্গীত তরল । নদী, সরোবর, নিঝর, ভূতল, বরিষার জলে প্লাবিত প্রায় ; পর্বত, পাদপ, প্রাচীর সকল সলিলে বেষ্টিত চিত্রিত দেখায় । o এই চারু ছবি হইল বাসনা, চিত্রিযু রাথিতে কবিতা মন্দিরে : কিন্তু এই চিত্রে কি কাজ বচন ? কত শত ছবি আছে সে প্রাচীরে ? অথবা কেমনে ওই ধীরে ধীরে নাচে যে হিল্লোল জলের উপরে, ঐ যে বিশ্ব শোভ কঁাপিছে সমীরে, চিত্রিবে সহজে মর চিত্রকল্পে ? g ভাল বটে, কিন্তু মনে নাহি লয়, লইতে সাহায্য প্রিয় কল্পনার ;