পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ፃ¢ এখনও তারা, শশি ! আছে কি বঁচিয়া ? এতই কঠিন কি হে মানবজীবন ? • ভূভাগ্যের অস্ত্রাঘাত অক্লেশে সহিয়, আছে কিহে এত দিন মম পজিন? কুসুমকলিকা মম চিন্তার অনলে; বিশুদ্ধ হইয়া বুঝি পড়ছে ভূতলে । ৭৬ প্রসারি স্বস্নিগ্ধ কর, কুমুদরঞ্জন! - ধরিয়া চিবুক তার কহ কাণে কাণে,— * "তলশয্যায় মদ-ভাগিনী এখন, চেয়ে আছ এক দৃষ্টে যে তারার পানে, উদিলাম যবে আমি আকাশমগুলে, ডুবিল সে তারা ওই জাহ্নবীর জলে ” ११ শশধর । , তব প্রেমালোকে বসি, নিশীথ সময়ে, ভূতলে রক্ষিত কর করেতে বদন,— । এই ভাবে সি দগ্ধ মলিন হৃদয়ে, বলিয়াছি কত কথা হয় না স্মরণ। জীবনের কাহিনীর এ উপসংহাস্ক করিলাম ; এই শেষ, বলিব না আর । (চক্ষু নির্মীলিত করিয়া নীরবে অবস্থান ) ఫి