পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ×oቁ আর কি দেখিব, হায় । উদাৰ মূৰ্বতি তব সরল, সুন্দর } জননীর স্নেহ বাণী, শিশুকণ্ঠ সুধাময় ; শ্রীর কি শুনিব কণ্ডু ? জুড়াইব এ হৃদয় ! ゲ পরিবরতিল স্বপ্ন ! সজ্জিত তরণী, ওই নদী-তীরে 5 আছে দাড়াইয়া তুমি, আছি দাড়াইয়া আমি, অশ্র ঝরে ধীরে । - নৈশ অন্ধকারে, হায়, কেহ নাহি দেখি ক’রে, যুগল হৃদয় কিন্তু, দেখিতেছি পরস্পরে। פ1 মামার হৃদয়ে ধরি, বলিল কাতরে,— -আর কি দেখিব ? তোরে দেগি যেই মুখ পাই আমি, সেই সুখ, আর কি পাইব ? আশীৰ্ব্বাদ করি বংস ! তোরা পঞ্চ সহোদরে হক্ষিবেন অমুক্ষণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে । >. হতভাগ্য অন্ধ নৱ ! শুনে আজি তব কঁদিবে অস্তর, কালের করল স্রোতে গিয়াছে ভাসিয়া মম এক সহোদর { বহিতেছে নিরস্তর সেই স্রোত তুমি বার ! আর কি দেখিব ? আহ । ভবিষ্যৎ অন্ধকার !