পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ২৭৭ ‘সীতাকুণ্ডে’ গিরি বারি, অনল সকল ; কত সবে বল, প্রভু, মণী দুৰ্ব্বল ? বঙ্গজ ভগিনীগণ কাদে, প্রভু ! শমুক্ষণ, পরিয়া চরণে তব ;—মনোদুঃখ কয় । আমি এই মরি’ বঁচি, নীরবে পড়িয়া আছি, নীরবে কাদিয়া অঙ্গ, দেখ, দয়াময় । করিয়াছি নিঝরিণী, স্রোতস্বতীময়। t象 6: যদি না সহিতে পারি, ভূমিকম্পে অঙ্গ ঝাড়ি', আপন মনের দুঃখ কহিতে তোমারে, ঝটিকা-নিশ্বাস ছাড়ি', বরষি নয়ন-বারি, । বৃষ্টিধরে গলাছাড়ি’ চাহি কাদিবারে : পাপিষ্ঠ জলধিমন্দ্র ডুবায় তাহারে । وف . শুনি দুঃখিনীর দুঃখ, তেয়াগিয়া রাজস্থখ, আসিলে কি দুরারণ্যে, ওহে দয়াময় ? বাষ্পীয় বাহনে চড়ি, অকুল সমুদ্র ভরি’, আসিলে এ বনমাঝে, ওহে ভগবান ! তারিতে, হয় রে, এই অহলা-পাষাণ ।