পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । একি দেখি ! একি সম্মুখে আমার ! তই পূর্ণচন্দ্র প্রাঙ্গণ-কোলে ! & দুই চন্দ্র মাঝে প্রশস্ত মৃরতি, দাড়াইয়া সুপে শালবল, গোর-কান্তি, সদা সুপ্ৰসন্ন-মতি, মুখে প্রীতি, চিত্ত্ব দয়ার সরু । বালকের মত সরল ঈদয়, প্রতিবিম্ব তা’র বদনে ভাসে, মধুর বচন সরলতময়, সরলতা সদা নয়নে হাসে । پی বালেন্দু মূরতি বালিকা সরলা অম্লান বদনে দাড়া’য়ে পাশে, - প্রীতির জ্যোৎস্না, পবিত্র, তরলা, ভাসে দর্শকের হৃদয়াকাশে । ভাৰ্য্যা বর্ষীয়সী—ন না বলিব না, ৪ই দেখ বুড়ী রাঙ্গায় অখি,— ভাৰ্য্যা বর্ষী-না না—প্রথম যৌবনা, ঘোমটায় চারু বদন ঢাকি । १ মায়ার মূরতি, প্রেমের প্রতিম, সংসার-মরুতে দয়ার লতা ; পূৰ্ণলক্ষ্মী যেন অঙ্গের মহিমা, স্নেহ-সুধা-মাখা সরল কথা,