পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । শোভে কেশাধারে সেই অতুল বদন,— অস্তগামী-পূর্ণশশী সিন্ধু-নীলিমায় । عوا কিন্তু, প্রিয়তম । সঞ্জীবনী সুধাপূর্ণ সেই পদ্মানন,--- আকৰ্ণ বিশ্রাস্ত সেই বিস্তৃত নয়ন, আবৃত নিদ্রীয় ; সেই চারুরক্তাধর জীবনের মদিরায় সিক্ত নিরস্তর ;– ( সেই মদিরার স্থতি এখনো করি’ছে মম অবশ অন্তর , } s অতুল সে ভুজবল্লী ; বক্ষ অনুপম– পার্থিব ত্রিদিব ! যেন চক্র শিল্পকর আতরল জোৎস্নায় করেছে গঠন,— মরি মনোহর । সৰ্ব্ব শেষ—বলিব না, বলিব কি ছাই, যাহার তুলনা, নর-চক্ষে দেখি নাই--- সেই বর্ণ,—যেই বর্ণ নয়নের জ্যোতি, , মম জীবন-আলোক, কত দীর্ঘ বর্ষ যাহা জাওতে, নিদ্রায়, করেছে সদয় মম বিভাসিত, হায় – ఫి , . সেই বর্ণ, না না, সখে ! পারিব না আমি চিত্রিতে তোমার কাছে,-- -সে যে বর্ণ, চক্ষে মম জীবন্ত জ্যোৎস্না, দেখি নাই ইহ জন্মেঃ-দেখিতে পা’ব না !