পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

之>8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । > 。 মানিতাম,— হায়রে, পাষাণময়ী দেবতা অামার, জানিতাম,— নন্দন কুসুমে শত উপাসক তা’র, t পূজিতেছে নিত্য নিত্য বৈকুণ্ঠে তাহারে । তবে কেন এই পূজা, আত্ম-বলিদান ? নাহি জানিতাম, সৰ্থে ! কিন্তু জানিতাম—- (দও সুরাপাত্র, হায় । বলিব এখন) এই উপাসনা মম জীবন মরণ ! (t আজি, সখে । সেই জীবনের আরাধনা, তপস্তার ফল, দেখিলাম নামিতেছে ত্রিদিব হইতে এই অধীর হৃদয়ে । কঁপিলেক থর থর, এই ভগ্ন কলেবর, অজ্ঞাতে দক্ষিণ কর হ’ল প্রসারিত, ফলিল তপস্তা, দেবী পাইল সম্বিত । }}

  • প্রাণনাথ !-- জীবন সৰ্ব্বস্ব মম ! জীবন আমার !—

আমার জীবন । দেখিতেছিলাম আমি স্বপনে তোমারে " কহিল মধুরে কর্ণে।