পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী • ૨ કલા: "প্রাণময়ি । প্রেমময়ি | তপস্বী তোমার পড়িলু চরণ-প্রান্তে ; মনে মাহি আর । Y R পোহাল শর্বত্নী, প্রভাত-কাকলিসহ প্রভাত-সমীর জাগা”ল আমারে’ সগে ! পাইকু চেতন, কিন্তু কোথা, সথে ; মম তপস্তার ধন ? এ জনমে তা’রে আমি পা’ব কি আবার ? কেন হেন স্বথ-স্বপ্ন ভাঙ্গিল আমার !

  • by

স্বপ্ন —ন না, সখে; এই সুখ স্বপ্ন যদি ? জীবনে আমার কোথায় প্রকৃত স্বথ ? আমার জীবনে আমি, এই এক স্বথ জানি, স্বপন বলিলে তা’রে ফাটিৰে ষে বুক । নিষ্ঠুর কালের স্রোত ! সৰ্ব্বস্ব আমার লও ভাসাইয়া তুমি, তাহে ক্ষতি নাই, এই মূহুৰ্ত্তটা মাত্র আমি ভিক্ষণ চাই । b:S ছাড় কর প্রিয়তম । ছাড় কর, দাও ওই তীক্ষ ছুরি পানি, সৰ্ব্বস্ব অর্পণ করি, কালের চরণে পড়ি, সেই মুহূৰ্ত্তটা আমি ভিক্ষ মাগি আনি ।