পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবক"*: :ী । ఫిఫషా >> বাসুকি পাতালে তুমি, সহস্ৰ ফণায়, ধরিয়াছ এক ধরা ; তুচ্ছভার বসুন্ধরা, নিরাশ জীবন সঙ্গে তুলনা তাহার ? এক ক্ষুদ্র ধূলাসহ তুলনা ধরার ? ১২ পাতর এ তুচ্ছ ভারে দিলে না উত্তর ? শত দন্তে চিরি’ বুক, একাধারে কত হুঃখ,— চন্দ্রের আগ্নেয়গিরি, ধরার কানন, সমুদ্র-তরঙ্গ-ভঙ্গ, কর দরশন । ఖరి কিন্তু নাহি সহে আর, কি করি এখন ? কত কাল স’ব বল, হায় ! এই তীব্রানল, স্বতির সহস্ৰ শিপা,–সংসার নির্দয়, কণ্টকিত, রক্তীকৃত করিবে হৃদয় >愈 অতৃপ্ত প্রেমের এই ঝটিক-সংগ্রাম, কত কাল সব আর; হায় ! এই গুরু ভার— নিরাশ জীবনভার—কত কাল আর পহিতে হইবে }– দুঃখ অনন্ত, অপর !