পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ళి • নবীনচন্দ্রের গ্রন্থাবলী। মদালস চারি চক্ষু স্থির সম্মিলন, নয়নে নয়নে কথা,—সঙ্গীত সুন্দর । যাই,— অকৃত্রিম প্রণয়ের এই অভিনয় ফুরাইল ; ফুরাইল হায় রে ; আমার জীবনের এই অঙ্ক মাদকতাময়, বিষাদ তরঙ্গ ওই সম্মুখে আবার । যাই,— বন,হ’তে বনাস্তরে,— -হৃদয়ে চঞ্চল তরঙ্গে চল-গোলাপ মতন, ' বেড়াইবে যবে, স্থির অনিমিষে, হায় ! ভ্ৰমিবে না নেত্র, মম চুম্বিয়া চরণ। যাই,— সায়াহ্নে সরসী তীরে, অথবা কাননে, দেখিবে না সেই যুবা বিহবল হৃদয়, সন্ধ্যালোকে বন-শোভা না দেথি নয়নে, দেখিতে তোমার মুখ চারু শোভাময় । যাই,— আসিবেক সন্ধ্যা, কিন্তু আসিবে না আর সেই সুখ সন্ধ্যা মম । বহিবে সমীর, কিন্তু সেই সন্ধ্যানিলে পাবে না তোমার সুরভি-নিশ্বাস মম ইন্দ্রিয় অধীর । যাই,— বসি জ্যোৎস্নায় স্নাত রজত প্রাঙ্গণে, জ্যোৎস্ন'-রূপিণী তুমি হাসিবে যখন,