পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী N)ల অন্ত দিকে দেখ নীল ফেণিল সাগর ব্যাপিয়া অনস্ত রাজ্য –সতত চঞ্চল, অচিন্ত্য জীবনে যেন সদা সঞ্চালিত, সদা বিলোড়িত, সদা কম্পিত, গৰ্জ্জিত । • উপরে অসীম নভঃ নক্ষত্ৰ-মালায় প্রজ্বলিত—কে বলিৰে কত কাল হ’তে ? কে বলিবে কত কাল প্ৰজলিত রবে ? * নীচে নীল নীর-রাজ্য—অনন্ত, অসীম , কত কাল হ’তে তাহে ভাসিতেছে হয় । অসংখ্য পৃথিবী-খণ্ড কে বলিতে পারে ; • কে বলিবে কত কাল ভাসিবে এরূপে ? মধ্যে এক থও বারি ৮-এক তীরে তার পুণ্য ভূমি ইউরোপ জুড়ায় নয়ন, রঞ্জিত স্বভাবে, শিল্পে-চারু অলস্কৃত ! অন্ত তীরে প্রকৃতির প্রকাও শ্মশান, মরু ভূমে ভয়ঙ্কত “আফ্রিকা” ভীষণ । বিধির অনন্ত লীলা । কে বলিবে হয় ! এই দুই রাজ্য এক শিল্পীর স্বজন । সজ্জিত প্রকৃতি বুঝি তাই রোষ-ভরে, হতভাগ্য "আফ্রিকায়” করিতে মগন অনন্ত জলধি-জলে, দুই মহা শাখা করিল। প্রেরণ দুই স্বচী-রন্ধ্র পথে— উত্তরে ভূমধ্য,”—পূৰ্ব্বে “রক্তিম-সাগর” । দুঃখিনী আফ্রিকা ভয়ে পড়িল র্কাদিয়া "এসিয়া”-চরণ-তলে ; ভারত-গর্ভিণী • দিলেন অভয়, রাখি স্বন্ধের উপরে