পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১৪ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । চরণ-কনিষ্ঠাঙ্গুলি ; অশক্ত বরীশ বলে টলাইতে তারে ! সেই দিন হ’তে’ পুণ্যবতী “এসিয়ার” শুভ পরশনে, মরু-ভূমি-মধ্যে মৃগতৃষ্ণিকার মত, সোণার মিশর রাজ্য হইল স্বজন । মিশর অপূৰ্ব্ব স্বষ্টি । দৃশু মনোহর । বিশাল অরণ্য যার দুর্লঙ্ঘ্য প্রাচীর ; আপনি সাগর গড় ; প্রহরীর প্রায় আছে দাড়াইয়া, জগত-বিস্ময় “টলেমির” চির-কীৰ্ত্তি-স্তম্ভ (১) সারি সারি। অদূরে আলোক-স্তম্ভ (২)--আকাশ-প্রদীপ ! জলিতেছে নীলাকাশে নক্ষত্রের মত,— নিশান্ধ নাবিকগণ-নয়ন-রঞ্জন ! শিল্পীর গরব ভাবি প্রকৃতি মানিনী, আগে দিল “নীল’ নদী (৩) নীল মণি-হার,— তরল অভিায় পূর্ণ ; ভুবন-বিজয়ী “মেকিডন’-অধিপতি গ্রস্তি-স্থলে তার, বিশ্ব-খ্যাত রাজধানী করিলা স্থাপন । (৪) রাজধানী-প্লাজ-হত্ম্যে বসিয়া নীরবে, বিরস বদনে আজি টলেমি-তুহিতা (*) Pyramid of Egypt, fR*A crit-sz "fraffig" gg (2) Light-house of Sesostris, সেসটিস দ্বীপের ব্যক্তি-ধৰ্ম (৩) River Nile, নীল নদী-আফ্রিকা দেশের নাই কিংবা নীল নদী। (৪) Alexandria, মেকিডন-অধিপতি বিখ্যাত এণে জণ্ডার-কর্তৃক সংস্থাপিত রাজধানী ।