পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ৩১৭ কৃষ্ণ রেখান্বিত দুই কমলের দলে, হইয়াছে যেন নীলমণি সন্নিবেশ ! মরি ! কি বিষাদ মূৰ্ত্তি ! সম্মুখে বামার, রতন-খচিত শ্বেত-প্রস্তরের মঞ্চে, শোভিছে আহাৰ্য্যচয় ; বহু-মূল্য পাত্রে শোভিছে মিশর-জাত স্বরা নিরমল । উপরে জ্বলিছে দীপ বিলম্বিত ঝাড়ে ; বিমল স্ফটিক-দীপ শাখায় শাখায় জ্বলিতেছুে, চারু চিত্র-খচিত দেয়ালে । অনন্ত-আনন্দময়ী, আমোদ-রূপিণী ক্লিওপেট্রা সুন্দরীর, এই সেই কক্ষ মনোহর --অনঙ্গের চির-বাস ! রতি অধিষ্ঠাত্রী দেবী !—যেই কক্ষ-আনন্দের ধ্বনি, অতিক্রমি সিন্ধু, প্রবেশিয়া রোমে *সেনেট”-মন্দিরে (৫) হ’তো প্রতিধ্বনিময় ! গণিত রোমেশ (৬) কেহ রোমে নিশি জাগি লহরী স্বহার ! সেই আনন্দ-ভবনে আজি কেন দেখি সব নীরব, আচল । "আচল আলোকরাশি , দেখায় দেয়ালে আচল মানব-চিত্র ; আচলিত ভাবে পড়ে আছে যন্ত্ৰচয় যন্ত্রী-অনাদরে । অচল অনীল কক্ষে, অজ্ঞাত পরশে (4) Senate, সেনেট-রোমের সভামন্দির । {*) Augustus Caesar, not stri fruita—ff caixগজ্যের পরে সম্রাটু হইয়াছিলেন ।