পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२० নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সেই যে প্রথম আহা । সেই হ’লো শেষ । চিত্ত-মুগ্ধকরী ভাব ! চিত্ত-উন্মাদিনী । বালিকার অরক্ষিত হৃদয় মোহিল। কোথায় রোমীয় সৈন্ত, কোথায় মিশর কোথায় তখন বিশ্ব—গগন—ভূতল ? অদৃশু হইল সব নয়নে আমার। কেবল একটা মূৰ্ত্তি—বীরত্ব যাহার মিশি সরলতা, দয়া, দক্ষিণ্যের সনে,— আতপ মিশিয়া যেন চন্দ্রিক গীতলে – ভাসমান ছিল, শ্বেত প্রশস্ত ললাটে, প্রজ্বলিত নেত্রদ্বয়ে ; চির বিরাজিত উন্নত প্রশস্ত বক্ষে ; ক্ষরিত প্রত্যেক * , বীর-পদ-সঞ্চালনে –হেন মূৰ্ত্তি সখি ! লুকাইয়া অনুপম বীরত্বে তাহার, সৈন্তের প্রবাহ–ঘথ মহীরুহচ, লুকায় চন্দ্রমাচল (১০) আপন গছৰরে – ভাসিল নয়নে মম, ব্যাপিয়া হৃদয়, ' ব্যাপিয়া অনন্ত বিশ্ব, ভূতল, গগন। সেই মূৰ্ত্তি, সখি, মম বীরেশ এণ্টনি ! চঞ্চলিয়া বালিকার অচল হৃদয় প্রথম প্রণয়ীবেশে—স্বরগ, ভূতলে – সেই মূৰ্ত্তি, প্রিয় সখি ! হইল অন্তর স্বদুর মুনীর রোমে, কিছু দিন-তরে। স্থির জলধির জল করিয়া চঞ্চল, f الضعسسسسس ( »• ) Mountain of the Moon, Rifrē (Fr" চঞ্জ-পৰ্ব্বত । o