পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nరిశిషి নবীনচন্দ্রের এ স্থাবলী । যেই বীজ, প্রিয় সখি ! হইল রোপণ, সে অস্কুরে কি পাদপ জন্মিল স্বজনি । কি ভীষণ ফল পুনঃ ফলিবেক আজি । বধি জ্যেষ্ঠ দুহিতায় ; বধিতে আমায়, সেই দিন মৃত্যু-অস্ত্র করিয়া স্বজন ; ভুবায়ে মিশরে ; আহা ! ডুবিয়ে আপনি ; ডুবায়ে টলেমি”-বংশ ; জনক আমার সম্বরিল নরলীলা, নব দম্পতীরে সমপিয়া দুরাচার ক্লীব মন্ত্রী-করে, দুগ্ধের প্রহরী কবি পাপিষ্ঠ মার্জারে । “না হ’তে পিতার শেষ নিশ্বাস নির্গত, সিংহাসন হ’তে পাপী—ফেলিল আমায় । , পূৰ্ব্বারণ্যে ! হা অদৃষ্ট । রাজার উষ্ঠানে ফুটেছিল যে কুসুম, পড়িল নিদাঘে মরুভূমে –সে ষে দুঃখ কহ নাহি যায় ! কিন্তু নারী-প্রতিহিংসা, প্রচণ্ড, অনল, । শীতলিল মৰ্ত্তণ্ডের মধ্যস্থ-কিরণ । সহসা মিলিল সৈন্ত । সেনাপত্নী আমি সাজিন্তু সমর-সাজে। কবরীর স্থলে বঁধিলাম শিরস্ত্রাণ, উরস্ত্রণ উচ্চ • কুচযুগোপরে। যেই কর কমনীয় কুসুম-দামের ভরে হইত ব্যথিত, লইলাম সেই করে তীক্ষ তরবার ; পশিলাম এই বেশে মিশর-ভিতরে, ক্লীব-রক্তে নীল নদী করিতে লোহিত, কিংবা বীরাঙ্গন-রক্তে রঞ্জিতে মিশরে !