পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । లిరికి দুঃসময় ঘেরিতেছে জলধর রূপে, চারি দিগে এণ্টনির অদৃষ্ট-আকাশ t যদি এ সময়ে, নাহি উড়াই তাহীরে, হইবে অসাধ্য পরে। রোম হ’তে আজি কুসংবাদ ; আন্তরিক-বিগ্ৰহ-কৃপাণে ‘ইতালি’ কণ্টকাকীর্ণ ! কৃপণ-জিহায় প্রতিবিম্বে রবিকর নির্ভয়ে দিবসে, উপহাসি এণ্টনির বিলাস-জীবন । প্রেয়সি ! বিদায় তবে কিছু দিন-তরে দেও যাই, কটাক্ষে সে কৃপাণ সকল ছিন্ন শস্তরাশিমত, আসি শোয়াইয়া । আসি ডুবাইয়া নেত্র-নিমেষে পম্পির' জলযুদ্ধ-সাধ ; সেই সমুদের জলে ;– পিতার অস্তিম শয্যা প্রদানি পুঞ্জেরে ! (২০) দেও অনুমতি তবে । ঈর্ষার অনল - জলে থাকে যদি তব রমণী-হৃদয়ে, নিবাও তাঁহারে, শুন দ্বিতীয় সংবাদ– মরেছে ‘ফুলভিয়া আমার—’ মরেছে – "ফুলভিয়া । কি ? মরেছে ‘ফুলভিয়া’ ! “ই, মরেছে ফুলভিয়া’। দংশেছিল এণ্টনির বিচ্ছেদ-ভুজঙ্গ (২) পূৰ্ব্বে বলা হইয়াছে পম্পির পিতা সমুদ্রতীরে :ি স্বাসীদের দ্বারা হত হইয়াছিলেন ।