পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ව එං8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী & যেই নালে, সেই নালে ‘মরেছে ফুলভিয়া । এ সংবা ে, চারমিয়ন অমৃত ঢালিল । এই মুক্তাহর নাথ পরাইয়া গলে, বলিলেন,—‘এই হারে যত মুক্ত প্রিয়ে ! ইতালির রণজয় করেছে প্রচার, তত রাজ্যে সাজাইব মুকুট তোমার, কল্যাণি । অন্তথা এই তরবারি মম, বিসৰ্জ্জি আসিব ওই ভূমধ্য-সাগরে । প্রেয়সি । বিদায় দেও যাইব এখন । মিশরে থাকিবে তুমি, কিন্তু ছায়। তব যেতেছি লইয়া মম ছায়াতে মিশায়ে'; বিনিময়ে চিত্ত মম যাইব রাধিয়া তব সহচর সদা,’— ধরিয়া গলায়, উন্মত্ত্বের প্রায় সখি ! কত কঁাদিলাম, কত বলিলম ~-"নাথ ! নাহি চাহি আমি রাজ্যধন ; মুহূর্তের ভালবাসা তব, শত শত রাজ্যে কিংবা সমস্ত ধরায়, নাহি পাবে ক্লিওপেট্রা । পৃথিবী কি ছাপু ! স্বৰ্গ তুচ্ছ তার কাছে, প্ৰাণেশ তোমার প্রণয়-রাজ্যের রাণী যেক্ট সুভাগিনী’ । কত কঁদিলাম, সখি ! কত বলিলাম, কত শুনিয়াম, কিন্তু বিফল সকল ! রণোন্মত্ত কেশরীরে, কেমনে স্বজনি । রমণী বীতংস বল, রাখিবে বাধিয়া ? ফুটিল অধরে উষ্ণ কোমল চুম্বন