পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ۍO ي(Gچ বিদ্যুতের মত,—সখি ! নাহি জানি আর” । সুদীর্ঘ নিশ্বাস ছাড়ি, পুনঃ বিধুমুখী,— হয় । সেই বিধু আজি নিবিড় জলদে আচ্ছাদিত,—অরিস্তিল,—“পাইলাম জ্ঞান যবে ওলো চারমিয়ন্‌ ! নাহি পাইলাম তার হৃদয় আমার । নাহি দেধিলাম চাহি আকাশের পানে, রবি শশী তারা । ধরাতল মরুভূমি , নাহি তাহে আর সুশোভার চিহ্ন মাত্র । শব্দ-বহ হায় ! নিঃশব্দ আমার কাণে । কেবল, স্বজনি ! দেখিলাম কি আকাশ, কিবা ধরাতল এণ্টনিতে পরিপূর্ণ। মুধু সমীরণ বহিছে।এণ্টনি স্বর ! দেখিতে, শুনিতে, কিংবা ভাবিতে,– এণ্টনি ! ক্লিওপেট্রা কর্ণে, কণ্ঠে, নয়নে, হৃদয়ে, এণ্টনি কেবল ! আহার, পানীয়, নিদ্রা, শয়ন, স্বপন— এণ্টনি সকল ! সখি ! কি বলিব আর, হইল জীবন মম অবিকল ওই আফ্রিকার মরুভূমি, প্রত্যেক বালুকাকণ একটি এণ্টনি । দিবা, নিশি, পক্ষ, মাস, কিছুই আমার নাহি ছিল জ্ঞান । গণিতীম কল আমি বৎসরে কেবল । অনন্ত ভুজঙ্গ-সম কাল বিষধর, দাড়াইয়া এক স্থানে, হ’তো হেন জ্ঞান, । দংশিছে আমায় যেন অনস্ত ফণায় । প্রভাতে উঠিলে রবি, ভাবিতম মনে,