পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

og o নবীনচন্দ্রের গ্রন্থাবলী । স্ফটিকের দণ্ড, কিংবা মত্ত গজদন্ত, হায় রে ; যেমতি চন্দ্ৰ-পৰ্ব্বত-প্রস্তরে,মম প্রেমহীর তীক্ষ ছুরিকার মত, সেই বক্ষে প্রিয় সখি পশিল আমূল ! তখন সে হার ধরি ভুজঙ্গের বেশ, ছুটিল পশ্চাতে মম । সভয়ে তখন, ডাকিতেছি—“কোথা নাথ ! এমন সময়ে, কোথা নাথ t”— t “প্রিয়ে এই চরণে তোমার – যে সঙ্গীতে এই ধ্বনি পশিল শ্রবণে, সে সঙ্গীত ক্লিওপেট্রা শুনিবে না আর ! ভাঙ্গিল স্বপন সখি ফুটিল চুম্বন, * , বিশুষ্ক অধরে মম। মেলিয়া নয়ন, দেখিলাম প্রাণনাথ হৃদয়ে আমার } অভিমানে বলিলাম,—সে “কি নাথ, “ছাড়ি রোমরাজ্য, ছাড়ি নব প্রণয়িনী, কেন এখানে আপনি ? কিংবা এ আপনি নন, এই ছায় আপনার আসিয়াছে বুঝি, বিরহ-আতপ-তাপে জুড়াতে আমার r “নিমজ্জিত হ’ক রোম টাইবরের জলে, রাজ্য, প্রণয়িনী সহ । এই রাজ্য মম’,— বলিল হৃদয়ে ধরি হৃদয় আমার । ‘প্রণয়িনী ক্লিওপেট্রা ; ইহ জীবনের স্থখ এই",—পুনঃ নাথ চুম্বিল অধর ; ‘জীবন তোমার প্রেম, বিরহ, মরণ " “দুরে গেল অভিমান, রমণীর প্রেম