পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । NలిgN বীরবেশে প্রেমাবেশে হইনু বিভোর ; ফুরাইলে বেশ , নাথ হাসিয়া আদরে, সমপিয়া করে চারু কুসুমের হার, বলিল - “কি কাজ প্রিয়ে ! অস্ত্রেতে তোমার ? লিন রণে, এই অস্ত্রে জিনিবে সংসার’ ।

  • অসংখ্য অর্ণবযান, সৈন্ত, অস্ত্র, ভরে প্রায় নিমজ্জিত কায় ; বিশাল ধপল পক্ষে বন্দী করি দেব প্রভঞ্জনে দৰ্পে ; বিক্রমে ফেণিয়া সিন্ধু ; চলিল স তারি যেন প্ৰমত্ত বারণ। চলিলাম আমি নিৰ্ভয়ে, কেশরী যেই হরিণীরে সখি ! দিয়াছে অভয়, তবে কি ভয় জগতে ? বীর-প্রণয়িনী আমি, বীরের সঙ্গিনী, ডরিব কাহারে ? কিন্তু অবল-মনের না জানি কি গতি যত আশ্বাসিয়া মন করি ভাসমান, তত ভাবী আশঙ্কায় হইতেছে ভারি । ততকাল রঙ্গে মম চকিত কল্পনা হয় । অজ্ঞাতে কেমনে, চিত্রিতেছে ভবিষ্যত ! যদি ও না জানি,— পরচিত্ত-অন্ধকার –বুঝিনু তথাপি ভাবী অমঙ্গল ছায় পড়েছে হৃদয়ে এণ্টনির । লুকাইতে সে করলে ছায়। রমণীর কাছে নাথ, হয়েছে মগন সঙ্গীতে মুরায় ।

"দ্রুত ভাঙ্গিল স্বপন । ভয়ঙ্কর !! একি দেখি সম্মুখে আমার ! ।