পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ૭8૧ বলিও প্রাণেশে মম ; বলিও তাহারে, - মৈশরীর শেষ ভিক্ষণ-ক্ষমিও এণ্টনি ? সমাধির দ্বারে সখি ! পড়িল আর্গল । “আসিল এন্টনি ; সখি ! নাথের সে মূৰ্ত্তি স্মরিলে এখনো মম বিদরে হৃদয় । প্রসারিতানেত্রদ্বয়, উন্মত্ত, উজ্জ্বল ! প্রশস্ত ললাট যেন ধবল প্রস্তর, নাহি রক্ত-চিহ্ন মাত্ৰ ! বিষাদ লিখেছে রেখা কপোলে, কপালে, অমুকারী যেন বাদ্ধক্যে ! চিত্রেছে শুক্লে মস্তক সুন্দর ! এত রূপান্তর সখি ! এই কত দিনে গিয়ছে নাথের যেন কতই বৎসর ! শুনিলা সর্থীর মুখে, স্তম্ভিতের মত, অনুতাপে ক্লিওপেট্র, তাঞ্জিল জীবন, মৈশরীর শেষ ভিক্ষ, ক্ষমিও এণ্টনি’ । "ক্ষমিলাম’ বলি নাথ হৃদয় চাপিয়া তই হাতে, প্রবেশিলা রাজ-হস্ম্যে বেগে, বিদ্যুতের গতি ! হেন কালে চারি দিগে উঠিল নগরে সখি ; ভীম কোলাহল । ভূমধ্য-সাগর যেন তীর অতিক্রমি প্লাবিল মিশর 1 ত্রীসে বাতায়ন পথে দেখিলাম, নহে সিন্ধু, সৈন্ত সিজারের, লুটিতেছে হতভাগ্য নগর আমার । অপূৰ্ব্ব সিজার-গতি । চক্ষুর নিমেষে ঘেরিল সমস্ত পুরী, সমাধি আমার ;– পড়িহু ব্যাধের জালে আমি কুরঙ্গিণী ।