পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী శిg: জ্যোতিতে যাহার রোম আছিল উজ্জল ; অসঙ্খ্য সমর-ক্ষেত্রে, কিরণ যাহার ছিল বিভাসিত যেন মধ্যাহ্ন-তপন ; গেলিত বিদ্যুত মত সৈন্তের হৃদয়ে উত্তেজিয়া রণরঙ্গে ;–নিবিল ক্রমশঃ ” মানব-গৌরব-রবি হ’লে অস্তমিত । ‘প্ৰাণেশ্বর ! প্রাণনাথ ! এণ্টনি আমার – ডাকিলাম বারংবার উন্মাদিনী-প্রায় ; ‘প্ৰাণেশ্বর ! প্রাণনাথ ! এণ্টনি আমার ”— শুনিলাম উত্ত্বরিল সমাধি-ভবন— প্ৰাণে শ্বর જ્ઞાન ! 鐵* আহা ! সহিল না আর ; অবশ মস্তক-ভরে, গ্রীব দুঃখিনীর পড়িল ভাঙ্গিয়া, বামা পড়িল ভূতলে, বাধ-শরে বিদ্ধ যেন বন-কপোতিনী ! অতি ব্যস্ত সখিস্বয় ধরাধরি করি, তুলিল শয্যায় শ্বেত প্রস্তর-পুত্তলী। উর-বাস, কটবন্ধ, করিয়া মোচন, শীতল তুষার-বারি উরসে, বদনে, । বরষিল ; কিন্তু নাহি পাইল চেতন অভাগিনী । তবু নাহি মেলিল নয়ন। সহচরীস্বয় দুঃখে বসিয়া নিকটে কান্দিতেছে সখী-শোকে,-হৃদয় বিকল ! অকস্মাৎ তীরবেগে, বসিয়া শয্যায়,— মুষ্টিবদ্ধ করদ্ধয়, বিস্তৃত নয়ন— তীব্র জ্যোতি-পরিপূর্ণ –চাহি শূন্তপানে,