পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । \SQ(t نخ “এই বেশে চারমিয়ন । ভেটিয়া ছিলাম নাথে চিদনস তীরে ; এই বেশে আজি চলিলাম প্রাণনাথে ভেটিতে আবার ” বলিতে বলিতে বিষে, কালিমা সঞ্চার করিল অতুল রূপে ; যেই রূপে হায় ! সমস্ত রোমান-রাজ্য—প্রাচীনা পৃথিবী— ছিল বিমোহিত ; যেই রূপে জলে, স্থলে, হ’লে প্রজ্বলিত কত সমর-অনল ; কতই বিপ্লবে রোম হ’লে বিপ্লাবিত ; নিবিল সে রূপ আজি, মরিল মৈশরী, সমপিয়া কালে পূর্ণ যৌবন-রতন ; অপূৰ্ব্ব রমণী কীৰ্ত্তি—রুপে, গুণে, দোষে — রাথি ভূমগুলে হায় ! রাখি প্রতিবিম্ব অসংখ্য প্রস্তরে, পটে, কাবো, ইতিহাসে । ভারত-উচ্ছস । “জয় যুবরাজ ভাবি-নরপতি ।”

  • গাইছে পশ্চিমে, পূরবে, দক্ষিণে, ভারতসাগর অনেনো তরল ; নাচিয়া মাচিয়া নীলিমা অসীমে, দেয় করতালি তরঙ্গ চঞ্চল । ঢলঢলি করি লহরে লহবে সুখ সমাচার কহিছে বেলায় ;