পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శికtఫి নবীনচন্দ্রের গ্রন্থাবলী। রাজ-প্রতীক্ষায় আনন্দ-অস্তরে, সাজে তীর দীর্ঘ হীং কমালায় । - R “জয় যুবরাজ ! ভাবি-নরপতি ”— গাইয়া আনন্দে মলয় আচল, ঘোষিছে সিন্ধুর আনন্দ ভারতী, উড়ায়ে আকাশে, সমীরে চঞ্চল স্বচারু কুসুম-পল্লব—কেতন । পুষ্পগন্ধসহ আনন্দের ধ্বনি । মলয় অনিল করিছে বহন ; নাচে স্বর্ণ লঙ্কা সাগরবাসিনী । ు “জয় যুবরাজ ! ভাবি-নরপতি ৷”— শৈলকর মালা তুলিয়া আকাশে, প্রতিধ্বনি করি, প্রাচি-অন্ত্রিপতি, মহানলে করমণ্ডল সম্ভাৰে। : স্বদুর প্রাচীতে শীত-পূর্ণিমাতে পূর্ণচন্দ্র শিরে করিয়া ধারণ, নীলমণি পথ বঙ্গের অথাতে সে ‘চন্দ্রশেখর করে প্রদর্শন । 雛 “জয় যুবরাজ ! ভাবি-নরপতি ”— সপ্ততাল-ধ্বজ তুলিয়া আকাশে ওই বিন্ধ্যাচল দেয় রাজারতি, আরণ্য আহলাদে নৈমিষে সন্তাষে ।