পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ૭૯૭ প্লাবি দাক্ষিণাত্য, প্লাবি আৰ্য্যবৰ্ত্ত, শৃঙ্গে শৃঙ্গে এই আনন্দের ধ্বনি হয়ে প্রতিধ্বনি, শৃঙ্গে শৃঙ্গে তত্ত্ব শুনিলা শুঙ্গেশ হিমাদ্রি আপনি । & “জয় যুবরাজ ! ভাবি-নরপতি ”— গম্ভীর নির্ঘোষে ঘোষে হিমাচল, উড়ায়ে আকাশে শ্বেত মেঘাকৃতি অনন্ত তুষার-কেতন ধবল । হ’লে, প্রতিধ্বনি নদনদী বনে গম্ভীরে সমুদ্র করিল উত্তর ; চমকি ভারত শুনিয়া শ্রবণে, কহিলা জননী বিস্মিত অস্তুর— “জয় ভারতের । ভাবি-রাজ্যেশ্বর - এ কোন কুহক বুঝিতে না পারি ; ৷ হয় । শতাধিক বৎসর অন্তর, এই মুখ স্বপ্ন হইল কাহারি ? আবার ভারত প্রেমীর্জ নয়নে, দেখিবে আপন নৃপতি-বদন ? অবধি ৰাহীর চন্দ্র স্বৰ্য্য সনে, শতবর্ষ শূন্ত সেই সিংহাসন !

“এই শতবর্ষে, কত অাশা হায় ! মৃতকল্প দেহে হইয়া সঞ্চার