পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ○ と。 বন্ধুতা ও বিদায় । সময়-সন্ধ্যা । স্থান—শ্ৰীক্ষেত্র সমুদ্র-সৈকত । ) - S এ জীবন ফিরিবে না আপু, পণলের তরঙ্গে সখে, যে রত্ন ভাসিয়া গেল, গেল চিরদিন তরে, ফিরিবে না আবু । তায় রে । জীবন-নদী, এক শ্ৰেণত-প্রবাহিণী, চলিয়াছে এক স্রোতে উজান বহে না আবু ।

  • 剝 2. যা যায় তা যায় সখে, বড়ই মধুর ।

• কৈশোরে শৈশব যেন, পবিত্র স্বরূগ-শোভা, ষোবনে কৈশোর শোভা, মরি কিবা মনোলোভ; সেই খেলা, সেই হাসি, বিমল আনন্দ রাশি, সে পবিত্র জগতের,—মরি কি সুন্দপু :– .স বিশ্বাস, ভালবাসা, তরল অস্তর । vు বেীবন-সঞ্চারে সেই পবিত্র জগতে, কত রূপান্তর } বিশ্বাসে সন্দেহ আসে, ভালবাসা স্বার্থে গ্রাসে, তরল অন্তর হয় কঠিন প্রস্তর । কৈশোরের সরলতা— নিরমল জ্যোৎস্নায়, কাঁটল করলে ছায়া ক্রমশঃ মিশিয়া ষাসু । ॐ