পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । S$9t

  • *

এমন সংসার-জ্ঞানে নাহি প্রয়োজন, সমাজের চরণেতে সহস্ৰ প্ৰণাম ! একাকী এ সিন্ধু-তীরে, নিরথি’ কালিন্দী-নীরে সলিলের মহা-ক্রীড়া, নিরাশ জীবন লীরলে নির্জনে যেন হয় নিৰ্ব্বপণ ।

  • -

• *. কি সুখ ! চজনে বসি প্রদোষ সময় সলয় গলায় এই সমুদ্র-বেলায় ! সকলি তরঙ্গময়, --- সৰ্ব্বত্রে প্রবাহ বয়— সমুদ্র, সমীর, এই যুগল হৃদয় ! তরঙ্গে তরঙ্গে আসি, শ্বেত পুষ্প মালা রাশি ঢালিছে সৈ ক্ষতে সিন্ধু ; সন্ধা সমীরণ তরঙ্গে তরঙ্গে অঙ্গ কল্লিছে ব্যজন । ఏ"లి তরঙ্গে তরঙ্গে জুই উন্মত্ত হৃদয়, আলিঙ্গিছে পরস্পরে তরঙ্গের মত । কখন তরঙ্গ মত, হইতেছে পরিণত, একত্বে, একই ভাবে হতেছে বিলীন । সে আনন্দ-মহানন্দ-অনন্ত, অসীম !