পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । 之 সেই ছায়া, – বসন্ত চন্দ্রমা মাখা সুনীল সুন্দর পদ্মার সলিলে নব নীরদের ছায়া ! “সেই ছায়া,— বিষবৃক্ষ-ছায়া কুন্দ-কুম্ম-কাননে ; ভরিল হৃদয়, মেঘে ঢাকিল অম্বর : কত চাহিলাম ছায়া ফেলিতে মুছিয়। অশ্রুজলে । জ্বলি কত পরিতাপানল চাহিলাম সেই ছায়া করিতে অন্তর ! সকলি বিফল, ছায়া বাড়িতে লাগিল । বলিয়াছি,—ক্রমে ছায়া হৃদয় ছাইল । চাহি মুছিবারে ছায়া, হৃদয় দর্পণ চাহে ভাঙ্গিবারে, ছায়া হয় না মোচন । ছায়া যার, সে কাহার ? সে কি গো আমার ? উঠিত এ প্রশ্ন মনে দিনে শত বার । কে দিবে উত্তর r আর কেৰা দিতে পারে ? ষে পারে কেমনে হায় ! জিজ্ঞাসিব তারে ? যদি সে উত্তর নাহি হয় অমুকুল ! চিন্তায় উঠিত বুকে তুফান তুমুল । جية । . न, नौ-- . সেই ছায়া, এ হৃদয় করি নিষ্পেষণ রাখিতাম লুকাইয়া যেন চোরা-ধনঃ প্রাণাধিকে —ক্ষমা কর, ক্ষম সম্বোধন, হ্রস্ত হৃদয়বেগ মানে না বারণ $y 's