পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের এস্থাবলী ।

সে রাজনগর এ কি ? সকলি স্বপন । স্বপনের মত সব গেছে লুকাইয়া ! বঙ্গ-সিংহাসন ছিল অকাজ যাহার, একটী ইষ্টক তার নাহি নিদশন। অতল সলিলগর্ভে পড়িল ভাঙ্গিয় কৰ্ত্তা, কীৰ্ত্তি,-কি সীঃশ্ব ! পশিল অতল চক্র, চক্রী ; হায় ! এই বিষময় ফল, হামার কলঙ্ক মাত্র রহিল কেবল । ు 攀* কীৰ্ত্তিনশী মানবের ভীষণ শিক্ষক । ঔষ্টক উপরে করি ইষ্টক স্থাপন, লভিবারে অমরত বাসনা যাহার,— - লিপিতে বাসনা যার রজতের ধীরে কালগভে অমরত, অসি একবার প্রজবল্লভের এই কীৰ্ত্তির শ্বশনে, দেখুক তোমার নীরে স্তম্ভিত নয়নে, তাহার অষ্ট্রেলিপি ; ভাবি সমাচার তল যুক্ত কল কলে শুনুক শ্রবণে । 分 মরি কিবা অভিমানে যাইছ বহিয়া— সন্ধ্যালোকে কীৰ্ত্তিনাশ ! আনন্দে যেমতি বিজয়ী বীরেন্দ্র যায় মুক্ত মন্দগতি উপেক্ষি বিজীত শত্ৰু, চলেছ তেমতি উপেক্ষিয় ভগ্নতীর । কি শাস্ত হৃদয়— গণা সায় একে একে তারকা সকল