পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পাসনায় তৃপ্তি নাই, যাহা চাই নাহি পাই, সন্ধুতায় স্বর্থ বিষ, ধৰ্ম্মে প্রবঞ্চনা, কীৰ্ত্তিতে কলঙ্ক, নারী-হৃদয়ে ছলনা ? So সৰ্ব্বশক্তিমান তুমি পার না কি তবে, - মানব জীবন তাসাইয়া, নাচাইয়া, চন্দ্রীলোকে মাথাষ্টয়া আলোক কুমুম রাশি, বহাতে এমন, — পাবু না কি বল নাথ ! মানব জীবন S - পার যদি, হয় নাথ ! তবে কেন বল, দুঃখের প্রবাহ তরঙ্গে তরঙ্গে আসি, সুখ, আশা, স্নেহ রাশি, মেয় ভাসাষ্টয়া হয় ! মুখের স্বপন মিশষ্টয়া যায় ওই হিল্লোল মতন ? , * २ সৰ্ব্বশক্তিমান তুমি, তবে একবার যাহা দেও তাঁহা কেন নেও হে কড়িয়া ? নেও যদি পুনরায়, কেন নাহি দেও তয়, জীবন নিবিয়া কেন উঠে না জলিয়া ? শুকায়ে কুসুম কেন উঠে না ফুটিয়া ? గ్రి স্বজন পালন যদি নিয়ম তোমার, তবে বল নাথ ! আশর কুসুম যার, ছাড়িয়া জীবন হার, একে এলে একে নাথ পড়েছে গসিয়া,— রাথ কেন শূন্ত স্বত্র নাহি বিনাশিয়া ?