পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

€సి చి নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দুৰ্ব্বহ সমাধি বক্ষে, ঘোর কুঞ্জটিক-চক্ষে, ঘোর অবনতি মুথে গতি নিরস্তর ; নাহি ক্ষমা; হইতেছে তবু অগ্রসর । । S

  • অগ্রসর । অগ্রসর । নিত্য অগ্রসর ”— কোলের সস্তান আজ গিয়াছে ভাসিয়া,

দাড়াইয়! এক পল মুছি নয়নের জল, নাহি সাধ্য, থাক শোক বুকের ভিতর, মৃত-পুত্ৰ, জীব-পিতা হও অগ্রসর । ..

  • অগ্রসর । অগ্রসর । নিত্য অগ্রসর ”— বড়ই সুখের দিন আজি হে আমার !

মুখে পরিপূর্ণ বুক, সুখে পরিপূর্ণ মুখ, মুহূৰ্ত্ত সে পূর্ণভাব লভি আমি নর। না”— মন্দ্রিল মহাজ্ঞা—“ন,-হও অগ্রসর ”

  • >

তরঙ্গে তরঙ্গে মহাকালের ক্রীড়ায়, হইয়াছি অগ্রসর মধ্যম জীবনে, ' তথাপিও নিরস্তর,— “অগ্রসর । অগ্রসর ”— ক্রমে জীবনের স্বৰ্য্য হেলিছে পশ্চিমে, লহে সন্ধ্যা বহার—ড়বিবে অস্তিমে।