পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ○ふ ગ ૨ পশ্চাৎ ফিরিয়া দেখি,—কাল-সিন্ধুনীয়ে কত মুখ, কত ফুখ, কতই বাসনা, অতীত তরঙ্গ সহ, মিশি হয় ! অহরহ, সৈকতে তরঙ্গ-ভ্রষ্ট ফেণ-রাশি মত, স্মৃতি মাত্রে হইয়াছে এবে পরিণত !

$2 কত যে স্নেহের তরী, প্রেমের প্রাসাদ, আকাঙ্ক্ষার অট্টালিকা, এই স্বল্পকালে হইয়াছে নিমগন, নাহি হয় নিরূপণ ; জলের স্বজন যেন হইয়াছে জল, স্মৃতিতে সমাধি মাত্র রয়েছে কেবল ।
  • 移· আবার সম্মুখে দেখি—সেই সিন্ধুনীর ভয়াবহ । মরুদৃষ্ঠ । কুঙ্কটিকাময় !

একটী মুখের রেখা, আশর একটী লেখা, নাহি ভবিষ্যত-অঙ্গে, সিন্ধু-নীলিমায় – । মহাকাল ! কি উদ্দেশ্রে, যাইব কোথায় ? >4 কি ভীষণ জল-ষাত্র মানব-জীবন ! কাল-গর্ভে সেই দিন ভাসিল তরণী, সেই দিন, সেই ক্ষণ, ' মুদ্রাঙ্কিত-w*নিমগন ।