পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সেই সরলতা, পর-দুঃখ-কাতরতা, সেই চির কোমলতা, সেই চিত্ত মধুরতা, সেই চির প্রসন্নত, প্রীতি পারাবার, সেই দেব, সেই দেবী, উপাস্ত আমার ! ఏ 4 পাপী আমি ! হায়, মাতঃ দূরদৃষ্টবশে ছিলাম বিদেশে পড়ি', ছরাকাঙ্ক্ষণ ভর করি, আমার সে রবি শশী ডুবিল যখন । বারেক জীবন তরে, দেখিনি নয়ন ভরে । সেই মুখ, সেই বুকে—মেহের দর্পণবারেক রাখিনি মুখ জন্মের-মতন । সে অভাব হৃদে সহি, সে পিপাস হৃদে বহি, কত তীর্থ তীর্থস্তরে করিমু ভ্রমণ ; কই, সে পিপাস মম হলো না পূরণ ' ' $$ উঠ বাবা, ত্যজ নিদ্রা, উঠ এক বার ! বলিত যে এ সংসার,স্নেহে তুমি মা আমার, উঠ, সেই স্নেহ-মুখ দেখি এক বার ! ষোড়শ বৎসর পরে, । জলি দেশ-দেশাস্তরে, ।