পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী। হৃদয়ের ক্ষত যত, . শাস্ত তারাগণ মত ; হৃদয় তেমনি ওই সুনীল গগন— · শান্ত, স্থির ; লভিলাম কি নবজীবন । ు গাইছে জগত নবজীবনের গান । জীমূতের পৃষ্ঠে চড়ি, বিদ্যুৎ সাপটি ধরি” ছুটেছে অনন্ত-গর্ভে, গতি অবিশ্রম ; হৃদয়েতে কি উচ্ছ্বসি, , কি ঝটিকা পূৰ্ব্ব-শ্বাস, দুই পার্শ্বে দুই সর্থী—দর্শন, বিজ্ঞান— গাইছে প্লাবিয়া শূন্ত কি গভীর গান ! ৩২ গাইছে ভারত নবজীবনের গান । , মহানিদ্রা অবসান, সঞ্জীবনী সুধাদান করিতেছে মহাকাল বসিয়া শিয়রে । মহানিদ্রা অবসান, ধীরে ধীরে এক প্রাণ করিতেছে ধীরে অণুপ্রাণিত শীৰ্ব, নবজীবনের শ্বাস বহিতেছে ধীর । , ○○ পিতৃদেব !—— শিখাও আমার নব জীবনের গান অমর অক্ষরে লেখা, দেখাও কৰ্ত্তব্য রেখা